z

নিউ লাইন ক্লোথিংসের আইপিও লটারির ফল প্রকাশ

শেয়ার মার্কেট বিডি

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে শেয়ার ছেড়ে অর্থ উত্তোলকারী নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের লটারির ড্র আজ ২৪ মার্চ সকাল ১০ টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হয়।

ফলাফল জানতে নিচের লিংকে ক্লিক করুন

ট্রেকহোল্ডার কোড/মার্চেন্ট ব্যাংক সিরিয়াল নং
সাধারণ বিনিয়োগকারী
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী
প্রবাসী বিনিয়োগকারী
সকল ইলিজিবল ইনভেষ্টর (প্রো-রাটা অ্যালটমেন্ট)


উল্লেখ্য, গত ২৭ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটির আইপিওতে ১৮ থেকে ৩ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানিটি বাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে ।

৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক হিসাব অনুযায়ী নিউ লাইন ক্লোথিংসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮৫ টাকা। একই সময়ে পর্যন্ত কোম্পানিটির পুর্নমূল্যায়নসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৩ টাকা এবং পুর্নমূল্যায়ন ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ দশমিক ৫২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সন্ধানী লাইফ ফাইন্যান্স এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি