z

আইপিওতে ৫০ কোটি টাকা সংগ্রহে ডেল্টা হাসপাতালের রোড শো

শেয়ার মার্কেট বিডি

বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে ডেল্টা হসপিটাল লিমিটেড। এর অংশ হিসেবে কোম্পানিটি রোড শো নামের অনুষ্ঠানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে হাসপাতালটির বিভিন্ন দিক এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে। বৃহস্পতিবার রাতে রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এই রোড শো অনুষ্ঠিত হয়।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) অনুমতি পেলে প্রথমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করবে। পরে সাধারণ জনগণের কাছে শেয়ার বিক্রি করা হবে। যে দামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত কোটার শেয়ার বিক্রি শেষ হবে, সে দামে জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করার প্রস্তাব দেওয়া হবে।

৫০ কোটি টাকা সংগ্রহের জন্য যতগুলো শেয়ার বিক্রি করা প্রয়োজন, ততগুলো শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। পুঁজিবাজার থেকে সংগ্র করা অর্থের একটি বড় অংশ দিয়ে মেশিনারিজ আমদানি করবে কোম্পানিটি। এ বাবদ ব্যয় করা হবে ৩১ কোটি ৯ লাখ টাকা। ব্যাংক ঋণ পরিশোধে ১৬ কোটি ৬৬ লাখ টাকা এবং ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয় হবে আইপিও খরচে।

যেসব মেশিন কেনা হবে তার মধ্যে রয়েছে, লাইন্যাক মেশিন, এমআরআই মেশিন, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, আল্টা স্নোগ্রাম মেশিন এবং এটি ইক্যুইপমেন্ট। আইপিওর টাকা হাতে পাওয়ার পর মেশিনগুলো আনতে কোম্পানির প্রায় ১ বছর সময় লাগবে। যা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও জাপান থেকে আমদানি করা হবে।

ডেল্টা হসপিটালের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৩৩ কোটি ২১ লাখ টাকা।

৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। যা আগের বছর এই ইপিএস ছিল ১ টাকা ৩৯ পয়সা।

আলোচ্য বছরে কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ১৭ লাখ টাকা। যা এর আগের বছরে ছিল ৪ কোটি ৩৬ লাখ টাকা। সর্বশেষ সম্পদ পুনর্মূল্যায়ন শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা। আর সম্পদ পুনর্মূল্যায়ন বাদ দিলে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয় ১৩ টাকা ৫৯ পয়সা।


মুদ্রার হার

নামাজের সময়সূচি