z
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটির আইপিও আবেদন শুরু হবে আগামী ২৮ জানুয়ারি। যা চলবে ০১ ফেব্রুয়ারি পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এজন্য নূন্যতম বিনিয়োগের (সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ স্থিতি ৫০ হাজার টাকা) কাট-অফ ডেট বা রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি।
এর আগে গত বছরের ৯ নভেম্বর অনুষ্ঠিত বিএসইসির ৮৮৭তম সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দিয়েছিল।
সূত্র মতে, এনআরবি ব্যাংক ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।
পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি, ২৩-সেপ্টেম্বর, ২৩) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৭ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পুন:মূল্যায়ন ছাড়া ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৭২ পয়সা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।