z
বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণে �স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু ইনেবল সার্ভিস ডেলিভারি� প্রকল্পের আওতায় এই ঋণ অনুমোদন করেছে সংস্থাটি।
রবিবার বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদরদফতরে ঋণ অনুমোদনের কথা সংস্থাটির ঢাকা অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশি মুদ্রায় এ ঋণের অংক দাঁড়াচ্ছে প্রায় ৮৪০ কোটি টাকা। এ ঋণ পরিশোধ করতে হবে ৩০ বছরে। প্রথম পাঁচ বছর সুদ দেওয়া লাগবে না। পরবর্তী সময়ে ১ দশমিক ২৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।
জানা গেছে, এই ঋণ সরকারের সরকারি আর্থিক ব্যবস্থাপনা (পিএফএ) অ্যাকশন প্ল্যান ২০১৬-২০২১ বাস্তবায়নে সহায়তা করবে। সরকারের বিভিন্ন সংস্থায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতেও সাহায্য করবে এই ঋণ। স্থিতিশীলতাও আনবে আর্থিক খাতে।