z
২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
মুদ্রানীতি ঘোষণায় বলা হয়েছে, নীতি সুদহার বৃদ্ধির কারণে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদহার সীমাও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাংক ঋণের সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যে এ সুদহার মোটামুটি বাজারভিত্তিক করা হয়েছে। সুতরাং আগের বেঁধে দেওয়া ৯ শতাংশ সুদ হার ১ জুলাই থেকে আর থাকবে না। এছাড়া ডিসকাউন্ট রেটে ব্যাংকগুলোর কাছে আর কোন ডলার বিক্রি না করার ঘোষণা দেওয়া হয়েছে নতুন মুদ্রানীতিতে।
এছাড়াও উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় রেপো হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছে।