z
পবিত্র রমজান মাস উপলক্ষে বেশি প্রয়োজনীয় ৮ পণ্যের এলসি মার্জিনে শিথিলতার পর এবার বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক।
আজ ১৩ ডিসেম্বর এক পরিপত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দিয়েছে। এই সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য হবে।