z
আজ রোববার বেলা পৌনে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে নবনির্মিত সিকিউরিটিজ কমিশন ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, īŋŊক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক সময় তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণী ও অন্যান্য প্রাপ্ত তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেন না। গুজব ও ধারণার ওপর নির্ভর করে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হন। ভুলভাবে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে সব দোষ দেওয়া হয় সরকারকে। আমরা চাই বিনিয়োগকারীরা সঠিক ধারণা নিয়ে বিনিয়োগ করুক।īŋŊ
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএসইসি, স্টক এক্সচেঞ্জ ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি বাজারে কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে উঠবে। সেবা ও অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
শেয়ারবাজারের বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু করতে বিএসইসি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা বা ফিন্যান্সিয়াল লিটারেসি শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে। আর এ কার্যক্রমের অংশ হিসেবে বিএসইসি শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হলো।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত বিএসইসির নিজস্ব ১০ তলা ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিএসইসির চেয়ারম্যান এম. খায়রুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকার শেরেবাংলা নগরে ৬০ কোটি টাকা ব্যয়ে শূন্য দশমিক ৩৩ একর জমিতে īŋŊসিকিউরিটিজ কমিশন ভবনīŋŊ নির্মাণ করা হয়েছে। ২০১৩ সালের ২৪ নভেম্বর শেখ হাসিনা এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
নকশা অনুযায়ী, ১০ তলা এ ভবনের মোট আয়তন ৮৯ হাজার ২৫০ বর্গফুট। বিএসইসির নিজস্ব অফিস ছাড়াও আন্তর্জাতিক মানের কনফারেন্স হল, বিশেষ ট্রাইব্যুনালের বিচারের এজলাস, লাইব্রেরি, ডে-কেয়ার সেন্টার ও ক্যান্টিন থাকবে এ ভবনে।