z

বিএসইসি নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেয়ার মার্কেট বিডি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত বিএসইসির নিজস্ব ১০ তলা নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন তিনি।

ফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পুঁজিবাজার এবং দেশের অর্থনীতি নিয়ে বক্তব্য রাখেন তিনি। একই অনুষ্ঠানে দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমেরও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন।

৬০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব এই অফিস ভবন নির্মাণ করেছে দেশের স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ২০১৩ সালের ২৪ নভেম্বর ১০ তলা এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত নতুন বিএসইসি ভবন প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি