z
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৫০০ কোটি ডলারের সভরেন বন্ড ছাড়বে সরকার। আপাতত ১০০ কোটি ডলারের ছাড়া হবে । এই টাকা দিয়ে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, �বন্ডের সুদের হার কত হবে এখনই বলা যাচ্ছে না। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হচ্ছে, মন্ত্রিসভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিদেশ থেকে আমরা যে নমনীয় সুদে ঋণ নিই, তা থেকে সুদের হার বেশি হবে।�
অর্থমন্ত্রী আরও বলেন, �বাংলাদেশ ব্যাংক থেকে আমরা যে টাকা নিই, তাতে অনেক সময় অসুবিধা তৈরি হয়। তাই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।�