z
আগামী ৩০ জানুয়ারির মধ্যে ৩৩ বীমা কোম্পানিগুলোকে তাদের ২০১৬ অর্থবছরের আইডিআরএ�র বেঁধে দেয়া ১৭টি ছকে হিসাব জমা দেয়ার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, হিসাব প্রতিবেদনে আইডিআরএ নির্ধারিত ১৭টি ছকের মধ্যে রয়েছে� প্রথম বর্ষ ব্যবসা, কমিশন প্রদান, উন্নয়ন কর্মকর্তাদের বেতন, প্রশাসনিক ও অন্যান্য খরচ, নবায়ন প্রিমিয়াম, নবায়ন কমিশন, মোট ব্যবস্থাপনা খরচ, বিনিয়োগ, জীবন বীমা তহবিল, ব্যাংক জমা, ব্যাংক ব্যালান্স, ক্যাশ ব্যালান্স, এজেন্ট ব্যালান্স নবায়ন বকেয়া প্রিমিয়াম ব্যালান্স (এক মাস গ্রস পিরিয়ড), কালেকশন ইন হ্যান্ড, আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম ও অন্যান্য ব্যাখ্যা সংযুক্ত।
জানা গেছে, বর্তমানে ৩৩ জীবন বীমা কোম্পানির মধ্যে পুঁজিবাজারে রয়েছে মাত্র ১২টি। কোম্পানিগুলো হলো� ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট, মেঘনা, ন্যাশনাল, পদ্মা, পপুলার, প্রগতি, প্রাইম, প্রগ্রেসিভ, রূপালী, সন্ধানী ও সান লাইফ ইন্স্যুরেন্স।