z
īŋŊবাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬īŋŊ তিন দিনব্যাপী শেয়ারবাজার মেলা আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইলে শুরু হচ্ছে। দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও শেয়ারবাজার-বিষয়ক নিউজ পোর্টাল অর্থসূচক ডট কম।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান মেলার বিস্তারিত তুলে ধরেন । শেয়ারবাজার বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অর্থনীতিতে পুঁজিবাজারের অবদান, পুঁজিবাজারের নতুন ব্র্যান্ডিং ও বাজার সম্পর্কে বিনিয়োগ সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।
মেলা উপলক্ষে আগামী ৩০ নভেম্বর সকাল ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হবে।