z
দেশের দ্বিতীয় বৃহৎ মুঠোফোন অপারেটর হিসেবে একসঙ্গে যাত্রা শুরু করেছে রবি-এয়ারটেল। īŋŊরবিīŋŊ ব্র্যান্ড নামে গতকাল বুধবার থেকে অপারেটর দুটির এ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। একই সঙ্গে এয়ারটেল রবির অধীন একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে থাকবে। গ্রাহকেরা রবির ০১৮ সিরিজের পাশাপাশি এয়ারটেলের ০১৬ সিরিজের নম্বরও ব্যবহার করতে পারবেন। এর ফলে এয়ারটেলের বর্তমান গ্রাহকদের পুরোনো নম্বরটি পরিবর্তনের প্রয়োজন পড়বে না।
রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, এ প্রক্রিয়ার মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতের সবচেয়ে বড় একীভূতকরণ (মার্জার) কার্যকর হলো। বর্তমানে একীভূত অপারেটরটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লাখ। একীভূত কোম্পানিতে রবি আজিয়াটার ৬৮ দশমিক ৭ শতাংশ, ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ ও জাপানের এনটিটি ডোকামোর ৬ দশমিক ৩ শতাংশ মালিকানা থাকবে।
এয়ারটেলের তরঙ্গ একীভূত করার ফি হিসেবে ৫০৭ কোটি টাকা আর মার্জার ফি হিসেবে ১০০ কোটি টাকাসহ মোট ৬০৭ কোটি টাকা রবিকে পরিশোধ করতে হবে। ৬০৭ কোটি টাকা আদায়ে একীভূত কোম্পানির জন্য দুটি উপায় ঠিক করেছে বিটিআরসি।
আনুষ্ঠানিক ঘোষণা গতকাল এলেও রবি-এয়ারটেলের একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু হয় গত ৩১ আগস্ট। ওই দিন আদালত অপারেটর দুটির এক হওয়ার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী এরপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ২৬ অক্টোবর মার্জারের বিষয়ে অনুমোদন দিয়ে রবি-এয়ারটেলকে চিঠি দেয়।