z

বিদেশি বিনিয়োগ বাড়ছে পুঁজিবাজারে

শেয়ার মার্কেট বিডি

বিদেশি বিনিয়োগ বাড়ছে পুঁজিবাজারে। চলতি বছরের প্রথম দশ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পাশাপাশি বেড়েছে বিনিয়োগের পরিমাণও। গত ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছে এক হাজার তিন কোটি তিন লাখ টাকা। অর্থাৎ ১৬ দশমিক ৩৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম ১০ মাসে ডিএসইতে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা প্রায় ৭ হাজার ১৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করেছেন। যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ৬ হাজার ১৩০ কোটি ৫৫ লাখ টাকা। এ ছাড়া চলতি বছর বিক্রির চেয়ে ক্রয় বেশি করেছেন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা। এ সময় বিনিয়োগকারীরা প্রায় ৩ হাজার ৯৬৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেছেন এবং বিক্রি করেছেন প্রায় ৩ হাজার ১৬৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি