z

সি অ্যান্ড এ টেক্সটাইলের লেনদেন শুরু ২১ জানুয়ারি

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের লেনদেন আগামীকাল ২১ জানুয়ারি বুধবার শুরু হবে। সি অ্যান্ড এ টেক্সটাইলের ট্রেডিং কোড হবে CNATEX। ডিএসইতে এর কোম্পানি কোড হবে ১৭৪৬৫ । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৬ জানুয়ারি এই কোম্পানিকে ডিএসইর পরিচালনা পর্ষদ তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, এই কোম্পানির আইপিওতে ৪৫ কোটি টাকার বিপরীতে ৮৭৮ কোটি ৭১ লাখ টাকার আবেদন জমা পড়েছিল। এটি কোম্পানির চাহিদার ১৯ দশমিক ৫২ গুণ বেশি আবেদন। ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৮ টাকা ৩৮ পয়সা ।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি