z

সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন রাজামৌলি

শেয়ার মার্কেট বিডি

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলির ছবি মানেই নতুন কিছু। এখন পর্যন্ত তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। শুধু তা-ই নয় তিনি জিতে নিয়েছেন বিভিন্ন দেশি-বিদেশি পুরস্কার এবং সম্মাননা। এসব তো পুরোনো খবর।

এবার নতুন খবর হচ্ছে, "আরআরআর" ছবির জন্য ভারতের পর এবার আটলান্টা ফিল্ম ক্রিটিকস সার্কেলে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন তিনি। সেরা আন্তর্জাতিক ছবি এবং এই বছরের হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশনের স্পটলাইট পুরস্কার জয় করে নিয়েছেন এই গুণী পরিচালক।

জানা গেছে, তার সঙ্গে সেরা নির্মাতা হিসেবে মনোনয়নের তালিকায় ছিলেন স্টিভেন স্পিলবার্গ, ড্যারেন অ্যারনফস্কি, সারাহ পলির মতো খ্যাতিমান হলিউড পরিচালকরা। তবে তাদের পিছনে ফেলে সেরার পুরস্কারটা নিজের করে নিলেন রাজামৌলি। সামাজিক মাধ্যমে পুরস্কার জেতার খবর জানিয়েছেন নিজেই।

যুক্তরাষ্ট্রের এই চলচ্চিত্র সমালোচনার সংগঠন তৈরি হয় ১৯৩৫ সালে। এই সংগঠন থেকে সেরা পরিচালকের পুরস্কার পাওয়া অনেক বড় সাফল্য রাজামৌলীর জন্য।

�আরআরআর� সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে দেখা গেছে অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকাকে।

মোট ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনি।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি