z

টেকনিক্যাল এনালাইসিস কি?

শেয়ার মার্কেট বিডি

একটি শেয়ারের বিনিয়োগের পূর্বে সেই শেয়ারের অতীত এবং বর্তমান দামের উঠানামা, দামের ধরণ, শেয়ারের দাম, কতগুলো শেয়ার কেনা-বেচা হয়েছিল বা হচ্ছে বা সাধারণত হয় ইত্যাদি বিষয় বিবেচনা করে ভবিষ্যৎ এ উক্ত শেয়ারের দাম কি হতে পারে অনুমান করে বিনিয়োগ করাকে (Technical Analysis) টেকনিক্যাল এনালাইসিস বলা হয়।

টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেডাররা প্রাইসের মুভমেন্টের ওপর ভিত্তি করে ট্রেড করে। মুল বিষয় হল একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারে, বর্তমানের প্রাইস মুভমেন্ট বুঝতে পারে এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে সে সম্পর্কে ধারনা অর্জন করতে পারে।

আপনি নিশ্চয়ই শুনেছেন, "ইতিহাস বারবার প্রতিফলিত হয়"

টেকনিক্যাল অ্যানালাইসিস এমনই। পূর্বে যা ঘটেছিল, আমরা আশা করেতে পারি হয়তো ভবিষ্যতেও তাই ঘটতে পারে। যদি কোন প্রাইস লেভেল পূর্বে সাপোর্ট বা রেসিসটেন্স হিসেবে কাজ করে থাকে, তবে ট্রেডারদের চোখ থাকবে সেই দিকে এবং তারা তার ওপর ভিত্তি করে তাদের ট্রেড করবে।

টেকনিক্যাল এনালাইসিস এর উপাদন সমূহঃ

১. চার্ট অ্যানালাইসিস
২. ট্রেন্ড লাইন
৩. ইন্ডিকেটর
৪. দামের ধরণ
৫. সাপোর্ট রেজিস্টান্স ইত্যাদি।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি