z

শেয়ার কেনার আগে যেগুলো দেখে নিতে হয়

শেয়ার মার্কেট বিডি

** P/E দেখুন। শেয়ার কেনার ক্ষেত্রে কোম্পানির মূল ভিত্তি দেখে কেনা।

** NAV দেখুন। এর সাথে বাজার মূল্যের একটা সামাঞ্জস্য থাকা উচিত।

** EPS দেখুন। যে কোম্পানির শেয়ার প্রতি আয় বেশি এবং নেট অ্যাসেট ভ্যালু বেশি।

** মোট শেয়ারের সংখ্যা দেখুন। আর দেখুন তার কতটুকু পাবলিকের হাতে।

** Authorized capital আর Paid-Up Capital এর রেশিয়ো দেখুন।

** গত ৩-৪ বছরের ট্রেক রেকর্ড দেখুন। কোম্পানির ব্যালেন্স সিট সম্পর্কে ধারণা রাখা।

** দেশি-বিদেশি শেয়ার মার্কেটের ওপর জ্ঞান রাখা এবং

** যে কোনো ধরনের গুজব এড়িয়ে চলা।

** কোম্পানির পণ্যের চাহিদা সম্পর্কে ধারণা। মনে রাখবেন বিক্রির সময় নয় বরং কেনার সময়ই লাভ করতে হ্য়।


মুদ্রার হার

নামাজের সময়সূচি