z
সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ গত কার্যদিবস থেকে বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১১ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকার। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৬২ কোটি ৪৫ লাখ টাকা।
আজ দিনভর ডিএসইতে ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫৫ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির।