z
ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর প্রথম কার্যদিবস আজ রবিবার (২১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ গত কার্যদিবস থেকে কমেছে।
এদিন লেনদেনের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের ২১৫ পয়েন্ট পতন হয়। এই সময়ে বিনিয়োগকারীদের মধ্যে বড় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে বেলা বাড়ার সাথে সাথে সুচকের পতন কমতে থাকে। এই সময়ে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছুটা সক্রিয় হয়ে উঠে। ফলে বাজারে সেল প্রেসারের বিপরীতে বাই প্রেসার বাড়তে থাকে।
গত বৃহস্পতিবার বিকেলে শেয়ারবাজার থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী ৩৫ প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস রেখে বাকি সব প্রতিষ্ঠান থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে। আজ রবিবার থেকে এটি কার্যকর হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৪৮ কোটি ২৪ লাখ টাকা কম । গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৩৭ কোটি ১১ লাখ টাকা।
আজ দিনভর ডিএসইতে ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ২৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।